বইয়ের নাম : কুরআন ও সহীহ হাদীসের আলোকে মাসনূন দু’আ শিক্ষা
লেখকের নাম : আবূ সা’আদ আব্দুল মো’মেন বিন আব্দুস সামাদ
প্রকাশক : কুরআন সুন্নাহ প্রকাশনী
ভূমিকা :
بسمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَسْتَعِيْنُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُوْرِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهَ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ.
وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَعْدُ :
আমরা জানি দু’আ একটি গুরুত্বপূর্ণ ‘ইবাদত। দু’আর মাধ্যমে আল্লাহ সুবহানত তা’আলার নিকট আমরা আমাদের চাওয়া-পাওয়ার কথা উপস্থাপন করে থারি দু’আ এমন একটি ‘ইবাদত যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু তা’আলাকে ডারি আর তিনিও আমাদের ডাকে সাড়া দেন। আল্লাহ সুবহানাহু তা’আলা বলেন-
( وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ )
অর্থ: “তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা আমাকে ডাকো; আমি তোমাদের ডাকে সাড়া দেবো।” (সূরাহ আল মু’মিন: ৬০)
আমরা দু’আ করি আবার হতাশা অনুভব করি মনে মনে ভাবি তিনি আমাদের ডাকে সাড়া দিবেন কি-না? এমন সন্দেহ করা ঠিক নয়। আবার কখনো কখনো মনে হয় তিনি আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না। এমনটা ভাবাও একেবারেই উচিৎ নয়, আসলে আমরা হয়তো তাকে ডাকার মতো ডাকতে পারি না। তাই এমন মনে হয়। কখন ও কিভাবে ডাকলে তিনি কারো ডাকে সাড়া দেন। এ ব্যাপারে জানা সকলেরই প্রয়োজন। তাই এ বিষয়ে বিস্তারিত আলোচনাসহ একটি দু’আ শিক্ষার বই জনসাধারণের দীর্ঘদিনের প্রত্যাশা। আল্লাহ সুবহা-নাহু তা’আলার সন্তুষ্টির আশায় জনসাধারণের দীর্ঘদিনের এ প্রত্যাশা পূরণের জন্য “কুরআন ও সহীহ হাদীসের আলোকে মাসনুন দু’আ শিক্ষা” গ্রন্থটি রচণা করি। আশা করি বইটি পাঠ করে সকল শ্রেণির মানুষ উপকৃত হবে। বইটির রচনা ও প্রকাশনায় আমাকে যারা একান্তভাবে সহযোগিতা করেছেন- আমি তাদের সকলের কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহ সুবহা- নাহু তা’আলার দরবারে দু’আ করছি- হে আল্লাহ। তুমি আমাকে ও তাদের সকলকে উত্তম প্রতিদান প্রদান করো। বইটি প্রকাশে ভুল-ভ্রান্তি ও মুদ্রণ-ত্রুটি কারো দৃষ্টিগোচর হলে দয়া করে আমাদেরকে অবগত করবেন, পরবর্তী সংস্করণে ইনশা- আল্লাহ আমরা তা সংশোধন করে নিবো। পরিশেষে সকলের জন্য ইহলৌকিক ও পারলৌকিক জীবনের কল্যাণ কামনা করে শেষ করছি-
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ.
-লেখক
Reviews
There are no reviews yet.